
মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করে আগামী ১৭ই অক্টোবর সম্প্রীতি সম্মেলন।
মুন্সীগঞ্জ থেকে মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনি ইউনিয়নের সোমপাড়া গ্রামে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স ও রেলিক্স স্তপা আগামী ১৭ই অক্টোবর শুক্রবার শুভ কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠান উদযাপিত হবে।
অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি,অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের সভাপতি মাননীয় বুদ্ধপ্রিয় মহাথের বৌদ্ধ সাংঘিক ভিক্ষু ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় লাভফন রিনপোসি,মালয়েশিয়া এবং ‘উদ্বোধক’ হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
এসময় উদ্বোধনী বক্তব্য প্রদান ও চীবর বুনন ‘উদ্বোধন’ করবেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। স্বাগত বক্তব্য প্রদান করবেন চীবর বুনন আয়োজনের উদ্যোক্তা ও তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার ভবেশ কান্তি চাকমা।
এছাড়াও অতীশ দীপঙ্কর অধ্যক্ষ পরিচালক
ভদন্ত করুণানন্দ থের প্রাজ্ঞ মাননীয় ভিক্ষুসংঘ, বিভিন্ন দূরাগত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। এ মহতী অনুষ্ঠানে আপনারা উপস্থিতি একান্তভাবে কামনা করছি সকলকে আমন্ত্রিত।