
বাংলাদেশ ক্রাইম ২৪-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান
সুব্রত দাস
তারিখ : ১৮/১১/২৫
সমবেদনা বার্তা
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমার ছোটবেলার প্রিয় বন্ধু লিটন ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর এমন অপ্রত্যাশিত প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত।
আমি মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করি—
লিটন যেন স্বর্গের অনন্ত শান্তিতে নিবারণ লাভ করে।
শোকসন্তপ্ত পরিবারবর্গ যেন এই গভীর শোক সইবার শক্তি ও ধৈর্য লাভ করেন।
লিটনের স্মৃতি চিরদিন হৃদয়ে অম্লান হয়ে থাকবে।