শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে শিশুদের মাঝে বস্ত্র বিতরণ।
অন্তর মিয়া, স্টাফ রিপোর্টার,
মৌলভীবাজার।
দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় ও দরিদ্র শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) উপজেলার লাখাইছড়া চা-বাগানে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে এই আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
এই মহতী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বসন্ত কুর্মী, মোচন হাজরা, কান্তি হাজরা, উজ্জ্বল হাজরা, জয়বল বোনার্জী এবং আকাশ মাহালী।
স্থানীয় বাসিন্দা সবুজ কুর্মী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমাদের এলাকার অনেক হতদরিদ্র পরিবার দিনে এনে দিনে খায়, তাই তাদের পক্ষে পূজার বাজার করা কঠিন হয়ে পড়ে। শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার এই মহৎ কাজ যেন সবসময় অব্যাহত থাকে, সেই কামনা করি।”
বস্ত্র বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, সহ-প্রচার সম্পাদক মাছুম আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সবিতা কুর্মী পূজা, এবং কার্যকরী সদস্য তারেক মিয়া ও তোফাজ্জল হোসেন রাকিব।