মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজা মন্ডপ পরিদর্শন - আমীর খসরু মাহমুদ চৌধুরী
মোঃ রেজাউল করিম বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হলে দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আইন পাস করার মধ্য দিয়ে তা বাস্তবায়ন করতে হবে।
টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার (১ অক্টোবর) সন্ধা৭:০০ ঘটিকার সময় দানবীর রণদা প্রসাদ সাহার পুজামন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামন্ডপে শুভেচ্ছা পৌছে দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তাকে স্বাগত জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শুভেচ্ছা গ্রহণ করেন কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজামিল শাহীন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ প্রমুখ।
মহানবমীতে দানবীর রণদা প্রসাদ সাহা দুর্গামণ্ডপের সামনে ভক্তদের প্রচুর সমাগম ঘটে।
বিকেল ৪টার পর থেকে উপজেলা সদরের প্রত্যেক রাস্তা বা সড়কে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। অনেক ভক্ত পূজার প্রথমভাগেই দূরের মণ্ডপগুলোর প্রতিমা দর্শন শেষ করে নিজেদের বাড়ির পূজা উপভোগ করেন।