কিছু মানুষ আছে, আপনি যতই এদের আপন হোন না কেন, যতই কাছে থাকুন না কেন, যতই তাদের বোঝার চেষ্টা করুন না কেন- আপনি ব্যার্থ হবেন !!
এরা বড়ই অদ্ভুত মানুষ!
এদের কাছে নিজের জগতের থেকে অন্যকিছুর দাম নেই!
এরা সবসময় যতই আপনাকে প্রাধান্য দিচ্ছে দেখানোর চেষ্টা করুক না কেন, এদের নিজের স্বার্থই এদের কাছে মূখ্য!!
শত বছর আপনি এদের পাশে থাকলেও তাদের বুঝতে পারবেন না!