1. hr@www.krishnakoli.online : কৃষ্ণ কলি : কৃষ্ণ কলি
  2. info@www.krishnakoli.online : কৃষ্ণ কলি :
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

মহান বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

এনামুল হক রাশেদী
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, কর্মসূচির অংশ হিসেবে ১৫ ডিসেম্বর সোমবার জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে আলোকসজ্জা করা হবে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কাট্টলি এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে (ডিসি পার্কের দক্ষিণ পার্শ্বে) ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

 

সকাল ৮টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

 

১৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় সিনেমা হলে বিনা টিকেটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে মিলনায়তন বা উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

 

দিবসটি উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহতদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে।

 

দুপুর দেড়টায় হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার, পথশিশু ও প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

 

এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, টি-২০ ক্রিকেট, ফুটবল ম্যাচ, কাবাডি ও হা-ডু-ডুসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকবে। শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

দিবসটি উপলক্ষে শিশু পার্ক, ডিসি পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকবে এবং বিনা টিকেটে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। পর্যটন কেন্দ্রগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে এবং ডিশ ক্যাবল অপারেটর ও মালিকদের মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

 

এদিকে ১৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় ‘চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সিআরবিতে তিনদিনব্যাপী চারু, কারু ও স্থানীয় শিল্পপণ্যের বিজয় মেলা রোববার থেকে শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট