ইউনিয়ন পরিষদ পরিচালনায় দক্ষতা ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি
ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হলেন ইকবাল চৌধুরী
নিহারেন্দু চক্রবর্তী(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
স্থানীয় সরকার ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখায় ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পেলেন বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী।
২০২৫ সালের গ্রাম আদালত সম্পর্কিত কর্মকাণ্ড মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১০০ জন চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্যাট, অতিরিক্ত পুলিশ সুপার, ইউএনডিপির অ্যানালিষ্ট দ্য সিলবা, জেলা প্রকল্প পরিচালক সহ জেলা প্রসাশণের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্মাননা গ্রহণ করে ইকবাল চৌধুরী বলেন, “এই সম্মান আমার ইউনিয়নের সকল জনগণের। তারা সবসময় পাশে ছিলেন বলেই আমি এ অর্জনে পৌঁছাতে পেরেছি। এটি আমার জন্য অনুপ্রেরণা—ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার প্রেরণা।”
উল্লেখ্য, এ পর্যন্ত চারবার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন ইকবাল চৌধুরী। ইউনিয়নে সেবামূলক কাজ, শান্তি প্রতিষ্ঠা, সালিশি ব্যবস্থার উন্নয়ন ও গ্রাম আদালতের কার্যকর ভূমিকার কারণে তিনি ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে প্রশংসিত হয়েছেন।