ফেসবুক আর সাধারণ মানুষ
আজকাল ফেসবুক শুধু ছবি বা ভিডিও দেওয়ার জায়গা না—এটা মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ, অভিমান, ভালোবাসা সবকিছুর সাথী।
সাধারণ মানুষ দিনের ক্লান্তি শেষে এখানে কিছুক্ষণ কাটিয়ে স্বস্তি খুঁজে পায়।
কেউ আপন মনে স্ট্যাটাস লেখে, কেউ ছবি শেয়ার করে, আবার কেউ নিঃশব্দে পড়ে যায় অন্যের কথা।
ফেসবুক আসলে সাধারণ মানুষের আয়না—
এখানে যেমন ভালোবাসা আছে, তেমনি আছে কষ্টের গল্পও।
যতই সময় পাল্টাক, সাধারণ মানুষের অনুভূতি আর আবেগ ফেসবুকেই সবচেয়ে বেশি ধরা পড়ে। ❤️
#familycelebration #famaliapprciation #FamilyBlessings