প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য বা গন্তব্য থাকে। এই গন্তব্য কখনো হয় সফলতা, কখনো আত্মতৃপ্তি, আবার কখনো হয় নিছকই স্বপ্ন পূরণের আনন্দ।
নিজের গন্তব্য নির্ধারণ করা এবং সে পথে অটল থাকা একজন মানুষের জীবন দর্শনের অন্যতম মূল উপাদান। লক্ষ্যহীন জীবন যেন দিকহীন নৌকার মতো—ভেসে চলে, কিন্তু পৌঁছায় না কোথাও। তাই কখনো পেছনে ফিরে তাকাবেন না, কারণ আপনার পথ- সামনের দিকে।
#lifestyle #highlightsシ゚