1. hr@www.krishnakoli.online : কৃষ্ণ কলি : কৃষ্ণ কলি
  2. info@www.krishnakoli.online : কৃষ্ণ কলি :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

দীর্ঘ ছয় মাস পর ফোন আলাপ গুরুপদ কাকার সাথে

Subroto Das
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

কাকা তোমার ভাতিজার নিজের কিছু কথা

আমি,অন্তত আনন্দের সাথে প্রকাশ করতেছি যে

আমার ভাই বন্ধু আত্মীয়স্বজন অনেকেই আছে আমার নিজ নান্নার ধামরাই বাড়িতে রয়েছে, কিন্তুু দীর্ঘ নয় মাসের মধ্যে কেউ কখনো খোঁজ করে দেখেনি ও কখনো খোঁজ নিয়ে দেখেনি

আমার কাকা আমাকে খোঁজ নিয়েছে আজ, যা আমার বাবার আপন মায়ের পেটের বড় ভাই কখনো খোজ করেনি এবং কখনো আসে নাই,আমার জেঠা রিষিকান্ত মাস্টার

অন্তত এই মানবতার সাথেই সাংবাদিকতার সাথে জড়িত হয়ে আজও টিকে আছি এবং বেঁচে আছি। এই পেশা যদি আমার না থাকতো হয়তো আর পৃথিবীতে নাও থাকতে পারতাম,এই পেশাকে কেন্দ্র করে আজও বেঁচে আছি।

সাংবাদিক পেশা একটা মহান পেশা এবং সাহসী পেশা

তাই এই সাংবাদিক পেশাকে প্রাধান্য দেই।

কাকা তুমি কাকীর শরিরের জত্ন নিও

ছোট ভাই বোনদের খেয়াল রাইখো

ইতি,তোমার

দুষ্ট ভাতিজা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট