নতুন কুড়ি-২০২৫ ❤️
অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী হচ্ছি আমরা। ছোট্ট ছোট্ট শিশুদের নিষ্পাপ চেষ্টা বারবার ছুঁয়ে যাচ্ছিল মনকে।
প্রতিটি মুখে স্বপ্নের আলো, প্রতিটি কণ্ঠে যেন সুরের ঝরনা। তারা গান গাইতে শুরু করলেই যেন মঞ্চ ভরে উঠছিল এক অন্যরকম জাদুতে।
তাদের নিষ্ঠা, সাহস আর নিরন্তর চেষ্টার ভেতর ফুটে উঠছিল ভালোবাসার রঙ।
আর শেষে সবার সেই আকুল দৃষ্টি একটা “ইয়েস” কার্ডের আশায় ঝলমল চোখগুলো।
মনে হচ্ছিল, কাউকেই বাদ দেওয়া যায় না। ইচ্ছে করছিল, যেন সবাইকে দিয়েই দিই একেকটা বড়সড় “ইয়েস”! 🌟